Skip to main content

আমার বন্ধু সেরেজিং - এর প্রচ্ছদ এবং অন্যান্য প্রসঙ্গ

 আমার বন্ধু সেরেজিং - এর প্রচ্ছদ প্রথমে আমি নিজেই করেছিলাম! পরে প্রফেশনাল একজনকে দেখালাম। তিনি বললেন, ৮০% ঠিক আছে। আরও ২০% কাজ করতে হবে!  তাই প্রফেশনাল ডিজাইনারের শরণাপন্ন হলাম। তবে দুই রকমের প্রচ্ছদ করা হয়েছে। দুটোর আইডিয়া-ই আমি দিয়েছি। ডিজাইনার ঠিক আমি যে আইডিয়া দিয়েছি, সে রকমই ড্রাফট করেছেন। এখন শুধু রিয়াল গারো পোশাক দেওয়া হবে।  আমার বিশ্বাস, প্রচ্ছদ খুব সুন্দর হবে। তবে দুই রকম প্রচ্ছদ - এর কোন টা ফাইনাল করব, ঠিক করা টা মুশকিল হয়ে যাচ্ছে।  কোন টা প্রচ্ছদ রাখলে ভাল হবে ? নিচে কমেন্ট করে মতামত দিতে পারেন। কোন পরামর্শ থাকলে সেটা লিখে দিতে পারেন। আমার বন্ধু সেরেজিং - এর প্রতি টা গল্প আমি সময় নিয়ে, রাত জেগে জেগে লিখেছি। আশা করি সবার ভাল লাগবে।  যারা বই কিনবেন এখানে গিয়ে সাইন আপ করে জানাতে পারেন, প্লিজ। ================================== চোখ রাখুন এই ব্লগে। আপডেট হবে প্রতিদিন।  ফেইসবুক পেইজ-এ যোগ দিতে  এখানে ক্লিক করুন ।  ফেইসবুক গ্রুপ-এ যোগ দিতে  এখানে ক্লিক করুন ।  ইউটিউব চ্যানেল-এ সাবস্ক্রাইব করতে  এখানে ক্লিক করুন ।  টুইটার...

"আমার বন্ধু সেরেজিং" আসছে বাছাই করা ছোট গল্প নিয়ে ২০২২ একুশের বই মেলায়

আমার বন্ধু সেরেজিং আপডেট ডেস্ক, 
ছোট-বড় সবার জন্য উপযোগী করে লেখা 'আমার বন্ধু সেরেজিং' গল্পগুচ্ছ আসছে ২০২২ একুশের বই মেলায়। বাছাই করা সেরা ছোট গল্প নিয়ে "আমার বন্ধু সেরেজিং" গল্পগুচ্ছ পড়ে মনে হবে প্রত্যেক গল্পই যেন প্রতি টা মানুষের জীবনের গল্প, যেখানে আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, হাসি, কান্না ছুঁয়ে যায় প্রতি টা মানুষের মন, আনন্দে ভাষায় মন, ব্যথিত করে হৃদয়। 
বইটির প্রি অর্ডার করার জন্য বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন । 


দৃষ্টি আকর্ষণঃ আমার বন্ধু সেরেজিং প্রতিদিন ১ টি করে মোট ৩০ টি বই লটারিতে ফ্রি দিবে! ফ্রি বই পাওয়ার জন্য এখানে ক্লিক করে সাইন আপ করুন
তাই এই ছোট গল্প-গুচ্ছের প্রতিটা গল্প পড়ে পাঠকদের কখনও হাসতে হবে, আনন্দে আকাশে উড়তে হবে, স্বপ্ন দেখতে হবে, কখন দুঃখ বোধে ভাসতে হবে, আবার কখনও মুছতে হবে চোখের জল। 
'এই বই না পড়লে আপনি দেউলিয়া হবেন না ঠিক, কিন্তু মিস করবেন অনেক কিছু ।' 
পৃথিবীতে বোধ করি এই প্রথম কোন বই এর নামে এত ওয়েব সাইট, ব্লগ, ইউটিউব, সোশাল মিডিয়া একাউন্ট খুলে লেখক, পাঠক, আবৃত্তিকার সবাইকে সম্পৃক্ত করার প্রয়াস চালান হয়েছে। 
আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। 
"আমার বন্ধু সেরেজিং" ছোট গল্প গুচ্ছের নামে খোলা হয়েছে ওয়েব সাইট ব্লগ, ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ,  ফেইসবুক গ্রুপ এবং টুইটার একাউন্ট। এই ওয়েব সাইট, ইউটিউব এবং সোশাল মিডিয়ায় গল্পের চুম্বক অংশ প্রকাশ এবং প্রচার করা হবে প্রতিদিন। বেশ কিছু আবৃত্তিকার গল্পগুলোর বিশেষ বিশেষ অংশ পাঠ করে শোনাবেন। 
ফেইসবুক গ্রুপ পাঠকদের জন্য উন্মুক্ত রাখা হবে। ইচ্ছে করলে বই কেনার পড় বই সহ পাঠকগণ তাঁদের অনুভূতি প্রকাশ করে লেখা এবং ভিডিও পাঠালে আমরা সেটি প্রকাশ করব। 
পাঠকগণ ভিডিও করে রিভিউ পাঠাতে পারবেন। সেগুলোও ইউটিউবে, গ্রুপে, পেইজে আপলোড করা হবে। কেউ লিখে রিভিউ করলে সেগুলো এই ব্লগে, ফেইসবুক গ্রুপে এবং পেইজে ছাপা হবে। 
উল্লেখ্য, পৃথিবীতে এই প্রথম এমন উদ্যোগ যেখানে বই কেনার পড়, বই পড়ে, সেই বইয়ের ব্লগ, পেইজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে পাঠকগণ সরাসরি অনুভূতি প্রকাশ করতে পারছেন।     
চোখ রাখুন এই ব্লগে। আপডেট হবে প্রতিদিন। 
ফেইসবুক পেইজ-এ যোগ দিতে এখানে ক্লিক করুন। 
ফেইসবুক গ্রুপ-এ যোগ দিতে এখানে ক্লিক করুন। 
ইউটিউব চ্যানেল-এ সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন। 
টুইটার ফলো করতে এখানে ক্লিক করুন । 
সুসংবাদ টি শেয়ার করে বন্ধু - স্বজনদের জানিয়ে দিন। নিচে মন্তব্য লিখে জানিয়ে দিন আপনি ১ টি বই কিনতে যাচ্ছেন আর বন্ধু - স্বজনদের উপহার পাঠাচ্ছেন । 'বই কিনে কেউ দেওলিয়া হয় না ।' 
-----------------------------------------------------
বিজ্ঞাপনঃ 
আপনি কি প্রকাশক হতে চান? আমার লেখা থেকে বাছাই করা সেরা গল্প নিয়ে 'জলময়ূরী' ছোট গল্পগুচ্ছের আরেক টি পাণ্ডুলিপি প্রস্তুত! কেবল একজন প্রকাশকের অপেক্ষায়! 
বইটির ৭ ফরমা (১১২) পৃষ্ঠার হবে। 
গল্পগুলো ইতোপূর্বে দেশ সেরা পত্রিকা 'প্রথম আলো' এবং কলকাতার সাহিত্য সাময়িকীতে ছাপা হয়েছে! 
আগ্রহী যে কেউ যোগাযোগ করতে পারেন এই ইমেইল এড্রেস-এঃ amiogolpoboltechai@gmail.com  
------------------------------------------------------ 
দৃষ্টি আকর্ষণঃ 
১। বাবুল ডি' নকরেক - এর ছোট গল্প গুচ্ছের ই-বুক এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন। ২। বাবুল ডি' নকরেক -এর লেখা 'Web Development & Dream Career' অডিও সহ ইবুক পাওয়া এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন । ৩। বাবুল ডি' নকরেক এর "সবার জন্য পাইথন প্রোগ্রামিং" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন। ৪। বাবুল ডি' নকরেক এর "জাভা প্রোগ্রামিং ফর নন-প্রোগ্রামার্স" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন

Comments

  1. অনেক অনেক ধন্যবাদ হিমা দি । আশা করি একুশের বই মেলায় আসবেন এবং "আমার বন্ধু সেরেজিং" গল্প গুচ্ছের বইটি কিনে, পড়ে রিভিউ লিখবেন আমাদের ব্লগে, ফেইসবুক পেইজে। আপনি ভিডিও রিভিও পাঠালে তা আমরা ব্লগে, ফেইসবুক পেইজে, গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে পাবলিশ করব।

    সাথে থাকার জন্য ধন্যবাদ।

    ReplyDelete
  2. Replies
    1. অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব আশান্বিত এবং অনুপ্রাণিত। বই সবার জন্য শ্রেষ্ঠ উপহার। নিজে পড়ুন, অন্যকে পড়তে উৎসাহিত করুন। সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। শুভ কামনা সব সময়

      Delete
  3. wow ...i am looking this types of article since long......thanks a lot sir

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"আমার বন্ধু সেরেজিং" ছোট গল্প গুচ্ছের নামে ফেইসবুক গ্রুপ খোলা হয়েছে

   আমার বন্ধু সেরেজিং আপডেট ডেস্ক,  "আমার বন্ধু সেরেজিং" ছোট গল্প গুচ্ছের নামে ফেইসবুক গ্রুপ খোলা হয়েছে। এই ফেইসবুক গ্রুপ গল্পের চুম্বক অংশ প্রকাশ এবং প্রচার করা হবে প্রতিদিন। বেশ কিছু আবৃত্তিকার গল্পগুলোর বিশেষ বিশেষ অংশ পাঠ করে শোনাবেন।  দৃষ্টি আকর্ষণঃ আমার বন্ধু সেরেজিং প্রতিদিন ১ টি করে মোট ৩০ টি বই লটারিতে ফ্রি দিবে! ফ্রি বই পাওয়ার জন্য এখানে ক্লিক করে সাইন আপ করুন ।   ফেইসবুক গ্রুপ-এ জয়েন করতে, লাইক, কমেন্ট করতে এবং প্রতিদিন আপডেট পেতেএ যোগ দিতে  এখানে ক্লিক করুন ।  ফেইসবুক গ্রুপ পাঠকদের জন্য উন্মুক্ত রাখা হবে। ইচ্ছে করলে বই কেনার পড় বই সহ পাঠকগণ তাঁদের অনুভূতি প্রকাশ করে লেখা এবং ভিডিও পাঠালে আমরা সেটি প্রকাশ করব।  পাঠকগণ ভিডিও করে রিভিউ পাঠাতে পারবেন। সেগুলোও ইউটিউবে, গ্রুপে, পেইজে আপলোড করা হবে। কেউ লিখে রিভিউ করলে সেগুলো এই ব্লগে, ফেইসবুক গ্রুপে এবং পেইজে ছাপা হবে।  উল্লেখ্য, পৃথিবীতে এই প্রথম এমন উদ্যোগ যেখানে বই কেনার পড়, বই পড়ে, সেই বইয়ের ব্লগ, পেইজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে পাঠকগণ সরাসরি অনুভূতি প্রকাশ করতে পার...

আমার বন্ধু সেরেজিং এর পাঠক হবেন কে কে?

  এক  আমার লেখা প্রথম কবিতার বই ১০০০ হাজার ছেপেছিলাম। শেষ হয়ে গিয়েছিল! আমাদের হাই স্কুলের শ্রদ্ধেয় হেড মিস্ট্রেস মারিয়া চিরান, সেন্ট পলস হাই স্কুলের হেড মিস্ট্রেস স্বর্গীয় নীলিমা থিগিদি, রেভাঃ ফাঃ জোসেফ চিসিম অনেক গুলো বই কিনেছিলেন এবং ছাত্র - ছাত্রীদের মোটিভেশান দিয়ে বই কিনিয়েছিলেন। বিঃদ্রঃ এটি বইয়ের প্রচ্ছদ নয়। মডেলঃ হৃদি চিসিম দমি, বাংলাদেশ  আর্মি ইউনিভার্সিটি  অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি দুই আমার প্রাইমারী এবং হাই স্কুল জীবনের প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা বইটি কিনে গর্বের সাথে আমাকে জানিয়েছিলেন, "আমরা তোমার বই টি কিনেছি!" লজ্জা পেয়েছিলাম এই ভেবে, "আহারে! আমি তো ভদ্রতার খাতিরেও শিক্ষকদের সৌজন্য কপি দিতে পারতাম!" দ্বিতীয় সংস্করণ-এ ছেপেছিলাম আরও ১০০০! সেটাও শেষ হয়ে গিয়েছিল। আমার নিজের কাছে আর কপি ছিল না শেষ পর্যন্ত! অনেকেই বই কিনতে চেয়েও আর পান নি। খরচের দ্বিগুণ টাকা উঠে গিয়েছিল! তিন ভাবলাম বিশাল কবি হয়ে গেছি! পরেরবার ১০০ হাজার বই ছেপে পড়লাম বিপদে! ৪ ০০-৫০০ বই বিক্রি হল মাত্র। খরচ উঠে গেল কারণ তখনও কিছু স্কুল, লাইব্রেরী, রকমারি ডট কম বই কিনেছিল। কারিতাস...