আমার বন্ধু সেরেজিং আপডেট ডেস্ক,
"আমার বন্ধু সেরেজিং" ছোট গল্প গুচ্ছের নামে ফেইসবুক গ্রুপ খোলা হয়েছে। এই ফেইসবুক গ্রুপ গল্পের চুম্বক অংশ প্রকাশ এবং প্রচার করা হবে প্রতিদিন। বেশ কিছু আবৃত্তিকার গল্পগুলোর বিশেষ বিশেষ অংশ পাঠ করে শোনাবেন।
দৃষ্টি আকর্ষণঃ আমার বন্ধু সেরেজিং প্রতিদিন ১ টি করে মোট ৩০ টি বই লটারিতে ফ্রি দিবে! ফ্রি বই পাওয়ার জন্য এখানে ক্লিক করে সাইন আপ করুন।
ফেইসবুক গ্রুপ-এ জয়েন করতে, লাইক, কমেন্ট করতে এবং প্রতিদিন আপডেট পেতেএ যোগ দিতে এখানে ক্লিক করুন।
ফেইসবুক গ্রুপ পাঠকদের জন্য উন্মুক্ত রাখা হবে। ইচ্ছে করলে বই কেনার পড় বই সহ পাঠকগণ তাঁদের অনুভূতি প্রকাশ করে লেখা এবং ভিডিও পাঠালে আমরা সেটি প্রকাশ করব।
উল্লেখ্য, পৃথিবীতে এই প্রথম এমন উদ্যোগ যেখানে বই কেনার পড়, বই পড়ে, সেই বইয়ের ব্লগ, পেইজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে পাঠকগণ সরাসরি অনুভূতি প্রকাশ করতে পারছেন।
"আমার বন্ধু সেরেজিং" গল্প গুচ্ছ আসছে ২০২২ একুশের বই মেলায়। ৭ টি ছোট গল্প নিয়ে "আনার বন্ধু সেরেজিং" যেন প্রতি টা মানুষের জীবনের গল্প যেখানে আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, হাসি, কান্না ছুঁয়ে যায় প্রতি টা মানুষের মন, ব্যথিত করে হৃদয়।
তাই এই ছোট গল্প-গুচ্ছের প্রতিটা গল্প পড়ে পাঠকদের কখনও হাসতে হবে, কখন দুঃখ বোধে ভাসতে হবে, আবার কখনও মুছতে হবে চোখের জল।
চোখ রাখুন এই ব্লগে। আপডেট হবে প্রতিদিন।
ফেইসবুক পেইজ-এ যোগ দিতে এখানে ক্লিক করুন।
ফেইসবুক গ্রুপ-এ যোগ দিতে এখানে ক্লিক করুন।
ইউটিউব চ্যানেল-এ সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Congratulation & Best wishes ❤
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য! শুভ কামনা সব সময় হিমা দি
Deleteঅপেক্ষায় আছি, পড়বো। অনলাইনে ্্্্ ই বুক হিসেবে দেখা যাবে, জানাবেন প্লিজ।
ReplyDeleteহামোম প্রমোদ
অনেক অনেক ধন্যবাদ।
Deleteখুবই অনুপ্রাণিত। হ্যাঁ, বই টি এ্যাপ আকারেও গুগল প্লে স্টোর-এ পাওয়া যাবে তবে একটু সময় লাগতে পারে এ্যাপ ডেভেলপ করতে।